Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
"দোরগোড়ায় ভূমি সেবা"
বিস্তারিত

বাইরে কালবৈশাখীর দাপট, বিদ্যুত নেই তবু থেমে নেই স্বপ্নদেখা। কিছু দীর্ঘ প্রতীক্ষিত মানুষের মুখে হাসি ফুটবে। সরকারি সেবা পৌঁছে যাবে তৃণমূল পর্যায়ে সেবা প্রত্যাশীদের দ্বারপ্রান্তে। হয়রানীমুক্ত সেবা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার এই মূলমন্ত্রকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস, মতলব উত্তর, চাঁদপুর এর উদ্যোগ "দোরগোড়ায় ভূমি সেবা"। এখন থেকে নামজারি (খারিজ) কেসের আবেদন গ্রহণ, শুনানি, আদেশ, খারিজ খতিয়ান ও দাখিলা হস্তান্তর, মিস কেসের শুনানি গ্রহণের জন্য সহকারী কমিশনার ( ভূমি) একটি নির্দিষ্ট দিনে উপস্থিত থাকবে ইউনিয়ন ভূমি অফিসে। এছাড়াও তাৎক্ষণিকভাবে দলিলাদী যাচাই অন্তে খারিজ আদেশ প্রদান করত খারিজ খতিয়ান ও দাখিলা প্রদান এবং ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা হবে। ভূমি সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে আজ থেকে উপজেলা সবচেয়ে দূরবর্তী আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এসেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। ধীরেধীরে এই সেবা কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে অন্যান্য ইউনিয়ন ভূমি অফিসে। আসুন নিজের কাজ নিজে করি, দালাল হতে দূরে থাকি।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/05/2018
আর্কাইভ তারিখ
24/06/2018